গাজীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের কোতোয়ালি থানার মধ্য বকশি এলাকার আমির হোসেন ওরফে আরিফুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হারিসপুর এলাকার অনিকুল ইসলাম (১৯)।
এদের মধ্যে আমির হোসেন ওই পিকআপের চালক।মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, মঙ্গলবার দুপুরে ভোগড়া বাইপাস থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।