ফারুক আহমেদ সূর্য উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোলঘরের সামনে মোঃ রফিকুল ইসলাম (৩০) পিতা মোঃ শমসের আলী সাং পশ্চিম সুখাতী থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রামকে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ সোমবার (১১ এপ্রিল) ২০২৩ এ হাতেনাতে বেলা ২২.৪৫ ঘটিকায় লালমনিরহাট সদর থানার এস আই মিজানুর ও তার সঙ্গীয় সোর্স অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে লালমনিরহাট সদর থানার মামলা নং-৩০, তারিখ- ১২/০৪/২০২৩ খ্রিঃ,

ধারা – ৩৬(১) সারণির ১৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মিজানুর ও সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাটের কর্মরত চৌকষে অভিযানে সফল হন।