আজম খান, বাঘারপাড়া(যশোর): সম্প্রতি যশোরের বাঘারপাড়া, যশোর কোতয়ালী, অভয়নগর, মনিরামপুর এলাকায় একাধিক ডাকাতি সংগঠিত হোয়ার ঘটনায় যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একাধিক টিম ডাকাত দল আটকে মাঠে নামে।
এরই ধারাবাহিকতায় বাঘারপাড়ার করিমপুর গ্রামের জনৈক আরাফাত, পিতা- শহিদুল ইসলামের বাড়ীতে ইং ১৮/১০/২০২২ তারিখে সংঘটিত ডাকাতির ঘটনার সূত্র ধরে ডিবি’র পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্সদের সনম্বয়ে একটি চৌকশ টিম ইং ২৯/১১/২০২২ তারিখ হইতে ৩০/১১/২০২২ তারিখ ভোর পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী থানা, নড়াইলের নড়াইল সদর , কালিয়া ও খুলনার তেরখাদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল, নগদ ২২,০০০/- টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাষ্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তল, মোবাইল ফোন জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঘারপাড়া ৩ দিনে ৪ ঘটনা, কোতয়ালী থানাধীন তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমান পাওয়া যাইতেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন মামলার তথ্য প্রমান পাওয়া যাইতেছে।
যশোরের পুলিশ সুপারের কার্যালয় ও বাঘারপাড়া থানা সূত্র থেকে জানা যায়, জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত দলের সদস্যরা জানায় যশোরে থাকা তাদের সদস্যদের মাধ্যমে বাড়ী সনাক্ত পূর্বক তারা একত্রিত হয়ে বিভিন্ন বাড়ীতে ডাকাতি সংঘটন করে।
গ্রেফতারকৃত আসামীরা হলঃ
১। আরজ আলী (৪৫), পিতা- জহুর মোল্লা, মাতা- সালেহা বেগম, সাং- কুমড়ি পূর্বপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল
২। তারিকুল ইসলাম (৩২), পিতা- বাবু শেখ, মাতা- মনোয়ারা বেগম, সাং- তালতলা গুচ্ছগ্রাম, স্থায়ী- ফলসি পশ্চিমপাড়া, থানা- কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,
৩। নাদিম মাহমুদ (২৭), পিতা- ওহিদুল মোল্লা, মাতা-মর্জিনা বেগম, সাং-চালনা, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল,
৪। ওহিদ মোল্লা (৪০), পিতা- মৃত কলিন মোল্লা, মাতা-আলেকজান বিবি, স্থায়ী সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা বর্তমান ঠিকানা- দক্ষিন জোগানিয়া রবিউলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল,
৫। রুবেল সরদার (৩৪), পিতা-আক্তার সরদার, মাতা-লেকজান, সাং-জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল,
৬। সবুজ কাজী (৩৬), পিতা- মৃত আব্দুর রহমান কাজী, সাং-ফলসি পশ্চিমপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,
৭। বোরহান সরদার(৩৫), পিতা-মৃত আঃ গফফার সরদার, মাতা- আকলিমা বেগম, সাং-ফলসি চরপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ,
৮। শাহ আলী @ বাবু (৩৮), পিতা- হেমায়েত শেখ, সাং- জোকারচর, থানা-কালিয়া, জেলা-নড়াইল,
৯। আফরোজা (৩২), স্বামী- মিরাজ শেখ @ ডিটল, পিতা- হেমায়েত শরিফ, সাং-আদমপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা ও
১০। সুনাম বিশ্বাস (৩২), পিতা- মুকুল বিশ্বাস, সাং-নলিয়ারচর, থানা-তেরখাদা, জেলা-খুলনা
উদ্ধারকৃত আলামতঃ
১। লুন্ঠিত ১ টি মোবাইল ফোন
২। লুন্ঠিত ৪ ভরি ১১ আনা স্বর্ণ।
৩। নগদ ২২,০০০/- টাকা।
৪। ১টি মটরসাইকেল।
৫। মটরসাইকেলের মাষ্টার চাবি।
৬। ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল।
৭। ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র।
আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বাঘারপাড়া থানা সূত্র জানিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।