রাজধানীতে পৃথক অভিযানে হাতিরঝিল এলাকা হতে মাদক মামলায় ০৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শেখ ফরিদ এবং কেরানীগঞ্জ এলাকা হতে চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাঃ এমএম শামীমুজ্জামানকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীতে পৃথক অভিযানে ১৫/১২/২০২২ তারিখ রাত ০৩৪৫ ঘটিকায় হাতিরঝিল এলাকা হতে মাদক মামলায় ০৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শেখ ফরিদ (২৫), পিতা-শেখ জাহিদুল ইসলাম, সাং-দৌলতপুর, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল এবং একই তারিখের সকাল ০৫৪৫ ঘটিকায় কেরানীগঞ্জ এলাকা হতে চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাঃ এমএম শামীমুজ্জামান (৫৫), পিতা-মঈনুদ্দিন আহম্মেদ, সাং-খামকাটা, থানা-সদর, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত মোঃ শেখ ফরিদ এর বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর মাসে চট্রগ্রাম কোতয়ালী থানায় মাদক মামলা রুজু হয় এবং ডাঃ এমএম শামীমুজ্জামান এর বিরুদ্ধে ২০১৭ সালের অক্টোবর মাসে পিরোজপুর সদর থানায় চেক জালিয়াতির মামলা রুজু হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।