মো. সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, আলীনগর মিল্কী বাগানপাড়ার  মৃত শাহিমুদ্দিনের ছেলে তামিজ উদ্দিন ও আরামবাগ নতুনপাড়ার আব্দুল হামিদের ছেলে সিরাজুল ইসলাম।
র‌্যাব-৫ এর পাঠানো প্রেস নোটে জানানো হয়, আজ সকাল সাড়ে ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাতনৈল উত্তর ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫১ দশমিক ৬  লিটার চোলাইমদ সহ ২জনকে আটক করা হয়।
উক্ত ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।