সাইফুর নিশাদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রায়পুরা উপজেলা থেকে গ্রেফতার করে রোববার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূঁইয়ার ছেলে জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদরের গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে পাভেল (২৫) ও আল আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত ছিল। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশে হাজির হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৩ জন পালিয়ে যায় এবং বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, তাদের গ্রেফতারের সময় ৬টি মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি সাথে থাকা ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।