র্যাব-৩ এর অভিযানে রাজধানীর কলাবাগান এলাকা হতে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল- আমিন গ্রেফতার।
১। রাজধানীর কলবাগান থানাধীন কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টার এলাকা হতে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল-আমিন (৩৭), পিতা-মৃত শরিফুল ইসলাম, সাং-খাগা, থানা-সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে ১৩/১২/২০২২ তারিখ ২০১৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামীর সিরাজগঞ্জ থানায় ধর্ষণসহ একাধিক অন্যান্য মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।