সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রয়, বিতরণ ও উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়- সিরাজগঞ্জের হাটিকামরুলে মেসার্স আখি যমুনা হাইওয়ে রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা ও পরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাওলাদার পাড়ার সবজি দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ে করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুশফিকুর রহমান।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।