মো সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলতলা মোড়ের পশ্চিম পাশের্ব মৃত গোদা চেয়ারম্যানের আম বাগানের পশ্চিম পার্শের পাঁকা রাস্তার নীচে থেকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই জন কে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ৩০ জুলাই ২০২২ ইং তারিখে রাত ১০ঃ৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৬নং ছত্রাজিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলতলা মোড়ের পশ্চিম পাশের্ব মৃত গোদা চেয়ারম্যানের আম বাগানের পশ্চিম পাশের্ব পাঁকা রাস্তার নীচে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ১০৫ (একশত পাঁচ) বোতল ফেন্সিডিল, (খ) ০৩(তিন)টি মোবাইল ফোন এবং (গ) ০৪(চার)টি সীমকার্ডসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (৩২), পিতা-মৃত বাবলু মিয়া, মাতা-মোছাঃ রুমালী বেগম, ২। মোঃ মিঠুন (২৬), পিতা-মৃত ফরিজ উদ্দিন, মাতা-মোছাঃ নাছিরা বেগম, উভয় গ্রাম -আজমতপুর মন্ডল পাড়া, ডাকঘর-আজমতপুর মুন্নাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।