নড়াইলের লোহাগড়ার রাজুপুর গ্রামের এক গৃহবধূ X গত ২৪ মে ২০২২ তারিখ সকালে লক্ষীপাশা থেকে ঈগল পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকায় পৌছায়। এবং ওই দিন থেকে তিনি নিখোঁজ হন।
X যে পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেটা হল ঈগল পরিবহন। ঈগল পরিবহন গাড়ি নং ৪৫১ সিট নং G-4 করে ঢাকায় পৌঁছান, এবং X এর বাবা মেয়ের সাথে যোগাযোগ না পেয়ে গত ২৪মে ২০২২ তারিখ লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
X হারিয়ে যাওয়ার ৯ দিন পর তাহার সন্ধ্যান পায় ঢাকায়। অতঃপর লোহাগড়া থানার এসআই মোঃ তৌফিক আহমেদ টিপুর ও লোহাগড়া পৌরসভার মহিলা কমিশনার খালেদা জামান ঢাকাতে গিয়ে ২ জন কে উদ্ধার করতে সক্ষম হন।
এবং তাদেরকে লোহাগড়া থানায় হস্তান্তর করেন। X এর মায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার মেয়ে পাচারকারীদের কবলে পড়েছিল।
সেই পাচারকারী ছেলেটা হলো লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্ৰামের কানছূ বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাস। ২ জন কে ই থানা হেফাজতে রাখার পর এলাকায় গুঞ্জন শুরু হয়। চমৎকার বিষয় হলো হিন্দু ছেলে মুসলিম মেয়ে ৯ দিন পর উদ্ধার।
উক্ত ঘটনার বিবরণী সম্পর্কে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ২ পক্ষের কোনো অভিযোগ না থাকায় লিখিত রেখে ২ পক্ষের গার্ডিয়ানদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।