র্যাব-৩ এর অভিযানে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ০২ জনকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার
রাজধানীর ভাটার এলাকা হতে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ আলীম হোসেন (৩০), পিতা-হোসেন আলী, সাং-গাইদগাছি, থানা-যশোর সদর, জেলা-যশোর এবং তার সহযোগী মোঃ আসলাম মিয়া (২৫), পিতা-মৃত নবীরুল ইসলাম, সাং-কাছিম, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরদ্বয়কে ০৭/১১/২০২২ তারিখ ০১৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী ভিকটিমদের নিকট হতে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভাল ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে সৌদি আরবে প্রেরণ করে তাদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের নিকট বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।