র্যাব-৩ এর অভিযানে রাজধানীর সবুজবাগ এলাকা হতে ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১। রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ জহিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, সাং-ছাওয়ালপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এর হেফাজত হতে ১৭০ বোতল ফেন্সিডিল, নগদ-৬,০০০/- টাকা, ০১ টি মোবাইলফোন, ০১ টি সিমকার্ড এবং ০১ টি পিকআপ উদ্ধারসহ ০২/১১/২০২২ তারিখ রাত ২০৫৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।