নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ চলো যাই যুদ্ধে’ মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,
দিবাগত রাতে ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর বদলগাছী উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ১ শত ৯৫ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সায়েদ মন্ডলের ছেলে। জয়পুুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি নিশ্চিত করে আরও জানানো হয়।
আটককের পর মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নওগাঁর জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।