এনআই এ্যাক্ট মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আফজাল হোসেন বকুলকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। রাজধানীর পল্টন এলাকা থেকে এনআই এ্যাক্ট মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আফজাল হোসেন বকুল (৫১), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-বনগ্রাম (চন্ডিবাগ), থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জকে ১৪/০২/২০২৩ তারিখ ২২০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর কোর্টে ২০০৭ সালে একটি এনআই এ্যাক্ট মামলা রুজু হয়। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ০২ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।