রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ দুই যুবককে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৪ জুলাই)রাত ৯টার উপজেলা চরপিয়াল সংরক্ষিত বন থেকে তাকে আটক করা হয়।
আটক দুই যুবক হলেন -২নং হাজিরহাট ইউনিয়নে ৬নং ওয়ার্ডের বাসিন্দা হাসিম মাঝির ছেলে আরিফ (১৯)অপর জন হলে তার পাশের বাসার ফারুক মাঝি ছেলে শাকিব(২০)।
শুক্রবার সকাল ১০টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর মাধ্যমে বন্যপ্রাণী হত্যা আইন ২০১২ এর ধারা মোতাবেক জেলা কারাগারে ফেরন করা হয়েছে।
মনপুরা থানার রেঞ্জ কর্মকর্তা মঈনুল ইসলাম সময়ের আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস ও তার সহকারীদের একটি টিম মনপুরা সংরক্ষিত বনায়ন চরপিয়াল অভিযান চালায়। এ সময় সংরক্ষিত বন থেকে ৮কেজি হরিণের মাংস সহ তাদের কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
ক্যাপশন- তাদের সাথে আরো কেহু জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষ জানাবেন বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।