বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই কেজি আফিমসহ যুবককে আটক করছে বান্দরবান র্যাব-১৫। আটক ব্যক্তির নাম যুদ্ধ রাম ত্রিপুরা (৪০)। স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মে) বান্দরবান র্যাব-১৫ এর কমান্ডার মেজর পারভেজ আরেফীনের নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে রোয়াংছড়ি বাজারস্থ আল মদিনা খাবার হোটেল অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ ব্যবসায়ী যুদ্ধ রাম ত্রিপুরাকে আটক করা হয়। পরে তাকে রোয়াংছড়ি থানার সোপর্দ করা হয়।
আটক যুদ্ধ রাম ত্রিপুরা বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের রামদু পাড়ার মানোলা ত্রিপুরার ছেলে।রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।