বেনাপোল প্রতিনিধি: সীমান্ত এলাকা যশোরের বেনাপোল নারায়নপুর গ্রাম থেকে আসামী মোঃ আবু তাহের (৪৫) ও  মাদকদ্রব্য সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম সরদার(৫০)কে ২ কেজি গাঁজা সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারী) দুপুর ২ টা ৩০  মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ রোকানুজ্জামানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)সিকদার মাসুম পারভেজ সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সহ আসামি কে আটক করে।
একই দিনে বেনাপোলের ভবেরবেড় গ্রাম থেকে বিকাল ৪ টা ৩০ মিনিটে আসামী শাহজামাল (৩৫)কে ৪ (চার) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজ হয়েছে।