- আধুনিক চট্টগ্রাম গঠনে সেকান্দর মিয়ার অবদান ছিলো অতুলনীয় স্মরণ সভায় বক্তারা
একেএম টি ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি-
চট্টগ্রামের অবকাঠামো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাটের আধুনিকায়নে ইউ এস টি সি হাসপাতাল, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব এর অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি মরহুম সেকান্দর হোসেন জিয়ার অবদান চট্টগ্রাম নগরবাসী এখনও ভুলে নাই। তিনি চট্টগ্রাম ক্লাব লি: চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি হয়ে বৃহত্তর চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য প্রসারে যেমন ভূমিকা রেখেছিলেন তেমনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ম প্রশাসক ও কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য হয়ে সাধারণ অসহায় মানুষের পাশে থেকে সেবা করেছিলেন। তার সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিজ তহবিল থেকে দিতেন তিনি। আজ চট্টগ্রামের উন্নয়নে তাঁর মত উদার, মুক্ত চিন্তার নেতা ও দানবীর জনতার সেবক প্রয়োজন। আজ ২১ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সেকান্দর হোসেন মিয়ার ২৬ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী। নগর জাপা সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সহ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, সহ সাধারণ সম্পাদক নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর যুব সংহতির সভাপতি এস এম সাইফুল্লাহ, সহ সভাপতি হারুন উর রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন তুষার, নগর স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব এম আজগর আলী, নগর কৃষক পার্টি সাধারণ সম্পাদক পিকাস শীল সাগর, নগর ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব রাশেদুল হক খোকন, সাকিবুল হাসান জিসান, জাপা নেতা মো: ইউচুপ, হাজী জসিম উদ্দীন, ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু, আবু হাসান, মিনহাজ, দিলীপ সেন গুপ্ত, জাহিদুল হক, মো: ফারুক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।