• লোহাগড়ায় অবৈধ দোকান ঘরের জায়গা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর।

বিশেষ প্রতিনিধি: মনির খান লোহাগড়া নড়াইল্।

লোহাগড়া বাজার ব্রিজ সংলগ্ন জয়পুর ঈদগাহ থেকে মুক্তি যোদ্ধা সংসদ ভবন পর্যন্ত ২ পাশ দিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট,

দোকান পাট দখল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ভাঙচুর চলছে। হয়তো বা দুই পক্ষের সংঘর্ষে হতে পারে খুন বা যখম।

এলাকাবাসীরা বলেন এটা নিয়ে বড় ধরনের সংঘর্ষ হতে পারে, তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এবং অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ হলে এই সংঘর্ষ টা আর থাকবে না বলে মন্তব্য করেন। এই সুশীল সমাজের মানুষ সংঘর্ষ চায়না।অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

যেখানে দোকানপাট গুলি গড়ে উঠেছে এটা নদীর মধ্যের স্থান, লক্ষীপাশার জনসাধারণ লোহাগড়া বাজারে যাওয়ার সুবিধার্থে এই বাধটি সরকার দিয়েছিল। এই বাঁধের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট যা নিয়ে এই সংঘর্ষ টির উৎপত্তি