আলহামদুলিল্লাহ পবিত্র আশুরার চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে শুরু হচ্ছে আরবি বছরের প্রথম দিন ও আরবি বছরের প্রথম মাস মহরম মাস এবং প্রথমে হিজরী বর্ষ ১৪৪৩ 

ইসলামিক পঞ্জিকা অনুযায়ী মুহররম এর দশম দিনকে আশুরা বলা হয়। এটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সুন্নি মতানুযায়ী ইহুদীরা মুসার বিজয়ের স্মরণে আশুরার সাওম বা রোজা পালন করে। তবে শিয়া মত আশুরার পূর্ব ইতিহাসকে প্রত্যাখ্যান করে এবং তারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনার স্মরণে পালন করে।

তবে আশুরা নিয়ে সুন্নি সমাজে বিভিন্ন মত প্রচলিত আছে।

কোরান-হাদিস অনুসারে এই দিনটিকে বিশেষ মর্যাদার দিন হিসেবে স্মরণ করে থাকেন।

তা নিচে বর্ণনা করা হল….

এই দিনে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ:) কে সৃষ্টি করেছিলেন।এই দিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন।

এই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহীম (আ:) উদ্ধার পেয়েছিলেন।

এই দিনে কেয়ামত সংঘটিত হবে।

নামকরণ থেকেই প্রতীয়মান হয় এ মাসের ফজিলত। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ।

অনেক ইতিহাস-ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এ মাসকে ঘিরে, সঙ্গে সঙ্গে এ মাসে যুদ্ধ-বিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, এসব কারণেই এ মাসটি মর্যাদাপূর্ণ। তাই এ মাসের নামকরণ করা হয়েছে মহররম বা মর্যাদাপূর্ণ মাস।