মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের মেঠোপথে এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়া স্পর্শ করেনি। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে শতাধিক গ্রামের হাজার হাজার মানুষদের বর্ষা মৌসুমসহ সারাবছরই চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেও কোন লাভ পাননি গ্রামবাসী।
এছাড়াও পুরো রাস্তার কোথায় কোন সোলার লাইটের ছোঁয়াও স্পর্শ করেনি। যার কারণে প্রতিদিনই রাতের আঁধারে গ্রামের বিভিন্ন স্থানে চলে মাদক ও জুয়ার আসর। এতে করে যুব সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দিন দিন
ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।