ইসলামে স্বপ্নের গুরুত্ব | মিজানুর রহমান আজহারি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। কমবেশি সবাই আমরা ঘুমের ঘোরে নানারকম স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্নই মানুষের ধারণা কিংবা কল্পনা প্রসূত নয়। বরং কিছু স্বপ্ন রয়েছে, যা অর্থবোধক এবং তাৎপর্যপূর্ণ। মুসলিম জীবনে স্বপ্ন শুধু একটি স্বপ্ন নয়। এটা হতে পারে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার পক্ষ থেকে স্বপ্নদ্রষ্টার প্রতি— কোন বিশেষ বার্তা, দিকনির্দেশনা, সুসংবাদ অথবা সাবধানতা প্রদান। তাই, স্বপ্ন নিয়ে প্রায় সকল জিজ্ঞাসা ও কৌতুহলের জবাব দেয়া হয়েছে এ আলোচনাটিতে। থিমেটিক ডিসকাশনে আমাদের এবারের বিষয়: “স্বপ্ন”। আলোচনাটি কিছুটা দীর্ঘ হলেও, স্বপ্ন নিয়ে আপনাদের সব ধরণের কনফিউশন দূর করতে বেশ সহায়ক হবে বলে আশা করছি। নিজে শুনুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।