আব্দুর রহমান | কক্সবাজারঃ কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে বিগত ১৫ বছর ধরে থাকা আতঙ্কিত এলাকার মানুষের নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ ক্যাম্প ক্লোজড হয়েছেগেছে।
গত ০৭/৪২০২১ইং কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের কে সরিয়ে নেওয়া হয়েছে।
রামুর ঈদগড়ের আজ থেকে বিগত ২০ বছরের ইতিহাসে এই গহীন এলাকায় কয়েক হাজার বার ডাকাতি, ছিনতাই,ঘুম,খুন ও অপহরনের শিকার হয়েছে সে অঞ্চলের সকল শ্রেনী পেশার মানুষ।
যেখানে প্রায় দুই লক্ষাধিক মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছিলো।
ঈদগড় – বাইশারী ও ঈদগড় – ঈদগাহ সড়কে বিভিন্ন শ্রেনী পেশা যেমন, পুলিশ, চট্রগ্রামের জনপ্রিয় শিল্পি জনিরাজ,কালু,সহ অসংখ্য নিরিহ মানুষ ডাকাতের গুলিতে নিহত হয়। শতাদিক অপহরন ও ডাকাতিও ঘুমের শিকার হয়।
সে ক্ষেত্রে যেখানে প্রায় দুই লক্ষ লোকের নিরাপত্তার কথা ভেবে আরো প্রশাসন বাড়নোর জন্য কয়েক দফা আবেদন করা হয়েছে সেখানে যারা ছিলো তাদের নিয়ে গিয়ে ঈদগড় বাইশারীর মানুষকে আতঙ্গে ফেলে দিলো।
এই অঞ্চলের এই অসহায় মানুষ গুলো নিরাপত্তাহীনতায় ভোগছে, আর সবাই মিলে নির্ঘুমে রাতে ও দিনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্রোর নেতৃত্বে রাত জেগে পাহারা দিচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল স্তরের মানুষের একটাই দাবি যদিও সরকারের ঊর্ধতন কর্তপক্ষের নির্দেশে সরানো হয়েছে ক্যাম্পটি, সেহেতু আবার ও প্রায় দুই লক্ষ মানুষের নিরাপত্তার জন্য আরো বড় আসরে পুলিশ ক্যাম্পটি স্থাপন করে মানুষের নিরাপত্তা দেওয়া হোক।
এ ক্ষেত্রে পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন পুলিশ হেডকোয়ার্টারের নিয়ম অনুসারে যেমন তাদের নিয়ে আসা হয়েছে পরবর্তিতে প্রয়োজনের তাগিদে আবার পুলিশ মোতায়েনের করা হবে বলে জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।