এবার ঠাকুরগাঁওয়ের কৃষকের ধান কেটে দিলো ছাত্রদল
ছাত্রদলের নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন কৃষকের,নারগুন ইউনিয়নে এক অসহায় কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে তার বাসায় তুলে দেন তারা।ধান কাটার শ্রমিক ও বৈরী আবহাওয়ার কারনে গরিব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। মঙ্গলবার (২৫ মার্চ) থেকে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষকের ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তারা।
ধান কাটতে আসা জেলা ছাত্ত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস বলেন, এটা আহামরি কোনও বিষয় নয়। আমরা আদর্শিক রাজনীতি আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক আর বৈরী-আবহাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসা ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।’
আরেক ছাত্রদল নেতা যুগ্মসাধারণ সম্পাদক রেজু বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।’
পৌর ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম বাবু জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি।
জমি থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা সহ ৩০ জন স্বেচ্ছাসেবী।
কৃষক জানান,ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে। এছাড়া ধান বাসায় পৌঁচ্ছায় দিয়েছে তারা। তাদের পাশে পাওয়ায় সত্যিই আমরা আনন্দিত।’
এসময় আর ও উপস্থিত ছিলেন সম্পাদক সুমন,সদস্য সচিব সৌরভ হালদার উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু,সদস্য সচিব আবু সায়ীদ,যুগ্ন-আহবায়ক হুমায়ুন কোভিদ সহ নারগুন ইউনিয়ন ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।