এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে স্বপ্ন পুরন হলো এতিম শিশুদের

 

ঠাকুরগাঁও এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে স্বপ্ন পুরন হলো মাদ্রাসা ও এতিমখানার শিশুদের। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তাদের চাহিদা প্রয়োজনীয় জিনিস ও নগদ অর্থ তুলে দেয় এসএসসি ৯৯ ব্যাচের সদস্যরা। 

এর আগে জেলা সদরের রায়পুর ইউনিয়নের মহাপুর গ্রামের মহাপুর মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য তিনটি ফ্যান সহায়তাকালে মাদ্রাসার শিশুরা অজুখানার জন্য একটি পানির ট্যাং ও পানির পাম্প সহাতায়র জন্য অনুরোধ করেন। পরে বিষয়টি উল্লেখ্য করে গনমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। সংবাদটি কয়েকজনের দৃস্টি গোচর হলে এসএসসি ৯৯ ব্যাচের এক সদস্য নাম প্রকাশ্যে অনিচ্ছা প্রকাশ করে পানির ট্যাং, পানির পাম্প ও আরো দুটি ফ্যান দিতে সম্মতি প্রদান করেন। সেই সাথে এসএসসি ৯৯ ব্যাচের সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সাগর নগদ অর্থ পাঠিয়েছেন। পাশাপাশি ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের পরিচালক মামুন অর রশিদ অর্থ সহায়তা করেছেন। তাদের পাঠানো অর্থ পানির পাম্প, পানির ট্যাং ও ফ্যান আজ মাদ্রাসা সংশ্লিস্টদের হাতে তুলে দেয়া হয়। এতে এতিম শিশুরা বেশ খুশি হয়। সেই সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের জন্য দোয়া কামনা করেন। যারা মাদ্রাসার সহায়তায় এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরনের সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৯ ব্যাচের পক্ষে সোহেল, রাশেদ,লিয়ন, নয়ন, ও সময় টেলিভিশনের প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, মাদ্রাসার প্রতিষ্ঠিত আব্দুল লতিফ, শিক্ষক হাফেজ মোঃ খয়রুল ইসলাম, হাফেজ মোঃ রফিকুল ইসলাম, সদস্য আবুল কাসেমসহ মাদ্রাসার শিশুরা। এসময় তারা আরো বলেন এভাবে সবাই সবার পাশে দাড়ালে কোন কাজ থেমে থাকে না। তাই ভাল কাজগুলো করা ক্ষেত্রে সকলকে সব সময় পাশে থাকার অনরোধ করেন।