হঠাৎই উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের অপজিটে বিথী স্টরে দেখা হয় আব্দুর সবুর (৪৫) এর সাথে।

কথা বার্তার এক পর্যায়ে তিনি উপজেলা প্রেসক্লাব মণিরামপুরের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তীকে বলেন, আমি সড়ক দুর্ঘটনায় বিগত পাঁচ বছর থেকে অসুস্থ এবং কর্মহীন। চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল হারিয়েছি ও মানুষের সহযোগিতা নিয়ে এখনো বেঁচে আছি। আব্দুর সবুর পাড়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক গাজীর ছেলে।

আব্দুর সবুর
নিজের চিকিৎসায় যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ তিনি যোগাড় করতে পারেন না যার জন্য মানুষের শরণাপন্ন হন এবং নিজেকে খুব অসহায় মনে করেন।

তিনি বলেন, আমি এক অভাগা ৫ বছর আগে স্কয়ার কোম্পানিতে চাকরি করতাম, একটা মাত্র ছেলে ছিল সেও হঠাৎই মারা গেছে। আত্মহত্যা মহা পাপ জেনে আল্লাহর পথে নিজেকে রেখে অপেক্ষায় আছি মৃত্যুর।

এই অসহায় রোজাদার ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী আব্দুর সবুরের প্রতি যদি সহানুভূতি হয় তাহলে এই বিকাশ নম্বরে (০১৯২৩২৬০১৬২) ফোন করে সহযোগিতার হাত বাড়াতে পারেন।