- কেসিসি এলাকাতে স্বাস্থ্যকর শহর গড়ার লক্ষে গৃহীত প্রকল্পের সূচনা -সিটি মেয়র
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
‘স্বাস্থ্যকর শহর: খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সুস্বাস্থ্য ও কল্যাণে নগর প্রশাসন’ শীর্ষক প্রকল্পের সূচনা সভা আজ (মঙ্গলবার) রাতে খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন নগর উপহার দিতে খুলনা সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নে আন্তরিকতার কোন অভাব নেই। ইতোমধ্যে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ৩৯৩ কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যকর শহর বাস্তবায়ন করতে হলে সকল মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। কোন কাজ একার পক্ষে করা সম্ভব নয়। স্বাস্থ্যকর শহর বাস্তবায়নে সঠিক, সুন্দর পরিকল্পনা থাকা প্রয়োজন। এব্যাপারে নগর বাসীকে সচেতন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মীরজাদি সেব্ররিনা ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। স্বাগত জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আহাদ আলী, উপাধক্ষ্য ডাঃ মেহেদী নেওয়াজ প্রমুখ। ধন্যবাদ জানান খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অংশ নেন। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই
করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।