মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-

 

এক সময় জমি চাষের প্রধান মাধ্যম ছিল গরুর হাল। কিন্তু এখন কালের বিবর্তনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রসারের ফলে বিলুপ্তির পথে প্রায় গ্রামবাংলার ঐতিহ্য গরুর হাল। তবে এখনো গ্রামাঞ্চলে অল্পসংখ্যক গৃহস্থ পরিবারে চোখে পড়ে গরুর হাল। এক সময় গরুর হালকে পেশা হিসেবে ব্যবহার করত এবং তা দিয়ে সংসার চালাত কৃষকরা। হঠাৎ সেই অতীত ঐতিহ্যের চিত্রের দেখা মিলেছে খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামে।

 

ঐ এলাকার পেশাদার হাল মালিক ও কৃষক জিয়াউর রহমান জানান, আগের মতো আর কেউ গরু দিয়ে হালচাষ করে না। এক সময় ওই গরু দিয়ে হালচাষ করেই সংসার চালাতাম। এখন মাঝে মধ্যে কেউ চাষ করে দিতে বললে চাষ করে দিই। কী করবো,বহু দিনের পুরোনো পেশা একবারে ছাড়তেও পারি না। তাই অন্য কাজের ফাঁকে মাঝে মধ্যে অন্যের হালচাষ করি।

 

একই গ্রামের শাহজালাল বলেন, আমার বেশ কিছু ছোট ছোট উঁচু-নিচু জমি আছে। এগুলোর চাষ করতে পাওয়ার ট্রলি দিয়ে সম্ভব হয় না। তাই এসব জমিতে লাঙল-গরুর হাল ব্যবহার করি।