![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/11/received_1251774071848452-400x225.jpeg)
খুলনা ৪ আসনের সাংসদ পত্নী সারমিন সালাম অসহায় মুনজীলা বেগম কে আর্থিক সহায়তা প্রদান
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনাঃ
- দিঘলিয়ায় শারমিন সালাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সুগন্ধি এলাকার অসহায় মহিলা মুনজীলা বেগম( ৩৫) ব্রেন টিউমারে আক্রান্তকে ত্রিশ হাজার টাকা সহায়তা করেন খুলনা ৪ আসনের সাংসদ পত্নী সারমিন সালাম।
-
এর আগে দিঘলিয়া উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে শারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্রের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন খুলনা ৪ আসনের সাংসদ পত্নী মিসেস শারমিন সালাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক শামসুন্নাহার,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আওয়ামিলীগ নেতা কে এম আসাদ, পাখি বেগম, হাসান মাহমুদ রাকিব, নাহিদ জুমান জেড, আলপোনা, আবেদা, শেখ আলামিন, লিটন বিশ্বাস প্রমুখ ।
সভা পরিচালনা করেন দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীর প্রতিনিধি জামিল মোর্শেদ মাসুম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।