গর্ভাবস্থায় সব নারীই মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যান। বিশেষ করে শরীর ক্লান্ত হয়ে পড়া কিংবা কখনো পেটে ব্যথাসহ মেজাজ পরিবর্তন এসব সমস্যা সব সময়ই দেখা দেয়।
তাই এ সময় গর্ভবতীদের উচিত পুষ্টিকর খাবার খাওয়া। জানলে অবাক হবে, এমন কিছু খাবার আছে যেগুলো শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ। এসব খাবার খেলে বিভিন্ন সমস্যা থেকে কাটিয়ে ওঠা যায়।
তেমনই এক খাবার হলো টকদই। গর্ভবতীদের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত এক বাটি টকদই পাতে রাখা।টকদইতে ভালো ব্যাকটেরিয়া থাকে, যা অন্ত্রকে সুস্থ রাখে।
একইসঙ্গে খাবার হজমে সহায়তা করে। এটি শরীরও ঠান্ডা রাখে। এই খাবারে ক্যালসিয়াম ও প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি আছে। যা গর্ভাবতীর জন্য খুবই দরকারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।