• চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে হানিফ পরিবহণ ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতনিধি-

    আজ ১৩/১২/২০২০ ইং তারিখে চট্টগ্রাম ও কক্সবাজার হাইওয়ে রোডের দোহাজারী পাঠানি পুল বাজারে হানিফ পরিবহণ ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঐ এলাকার স্হানীয় ব্যক্তি রা জানান
    বড় বড় পরিবহন কোম্পানির মালিক ও ড্রাইভারেরা সবসময় বেপরোয়া হয়ে গাড়ি চালায় হানিফ পরিবহন ছাড়া ও অন্যান্য বড় বড় কোম্পানীর গাড়ির ড্রাইভারেরা এই হাইওয়ে রোডে যখন গাড়ি নিয়ে রাস্হায় নামে এমন ব্যপরোয়া হয়ে যায় কার আগে কে যাবে যেন তারা গাড়ি নিয়ে প্রতিযোগীতার লড়াই করতে নেমেছে, মানছেন না আইন-কানুন সরকারের নিয়ম নীতি,গাড়ির মালিকরা তাদের নিজেদের সুবিধা ভোগ করার জন্য কম বেতনে কোন রখম প্রশিক্ষন ছাড়া ড্রাইভারদের নিয়োগ দিয়ে থাকে আর সে কারনে ড্রাইবারেরা বাড়তি ইনকাম করার জন্য যে কোন ধরনের ঝুকি নিয়ে ফেলে, টাকার নেশায় বেমালুম ভুলে যায় সে অনেক যাত্রীর জীবন মরন তার হাতে, আবার দেখা যায় কিছু কিছু ড্রাইবার মদ না খেলে নাকি গাড়ি চালাতে পারে না,আরো জানা যায় বড় বড় গাড়ির কোম্পানিদের সাথে কিছু অষাধু প্রশাষনিক কর্মকর্তার সাথে গভীর যোগাযোগ আছে, তাই নির্ভয়ে কাউকে কোন রকম আইনের তোয়াক্কা না করে লাইসেন্স বিহীন কোন রখম প্রশিক্ষন ছাড়া নির্ভয়ে গাড়ি চালাচ্ছে ড্রাইবারেরা সচেতনতার অভাবে প্রতি দিনই জড়ছে মানুষের প্রাণ।আজকের এই দিনে এই স্থানে এই দুরঘটনার হোতো না সামান্য কিছু টাকার লোভ না করে নিয়ম মোতাবেক গাড়ি চালালে শুধু এইটা নয় দেশের কোন জায়গায় কোন দুর্ঘঠনা ঘটবেনা। মটরসাইকেল এবং হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে,মোটর সাইকেল যাত্রী স্বামী-স্ত্রী ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।