চিলমারী নৌবন্দর প্রকল্প একনেকে অনুমোদন করায় আনন্দ মিছিল

 

 

মোত্তাহিদ ইসলাম মারজান বিশেষ প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চিলমারী নৌবন্দর প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে চিলমারী এলাকায় (রমনা,জোড়গাছ,রাজিবপুর,রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মান প্রকল্প একনেকে পাশ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন নদী বন্দরের কাজ চলতী বছরের শুরু হয়ে আগামী ২০২৩ সালের জুনের মধ্যে শেষ হবে এপ্রকল্পের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে ৩৩ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের মাধ্যমে নিরাপদ নৌ চলাচল তৈরি করা, ২ হাজার ৪৮০ বর্গকিলোমিটার আরসিসি জেটি তৈরি করা,৩৭৯ দশমিক ৮ বর্গমিটার স্টীল জেটি তৈরি করা হবে,, এছারা ৭৮৫ মিটার তীর রক্ষা ১হাজার ৩০৪ বর্গমিটার গুদাম ৫টি পল্টুন বন্দরভবন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডরমেটরী তৈরি হবে।

এই প্রকল্প অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ ৯ জুন চিলমারী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন মিলে আনন্দ মিছিল অনুষ্ঠিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতার খেতাব ধারী চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।