বলিউড ইন্ডাস্ট্রিতে জানপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার নাম শুনলেই মনে হবে জমকালো একগাল হাসি ও আত্মবিশ্বাসে ভরপুর ব্যক্তিত্ব একজন মানুষ। স্ক্রিনে ব্যতিক্রমী উপস্থিতি ও নিজস্ব স্টাইল ছাড়াও তার ত্বক ও চুল অনেক ভক্ত-অনুরাগীদের কাছে কৌতূহলের বিষয়।

সম্প্রতি দীপিকা পাড়ুকোন তার অভিনীত ‘গেহরাইয়াঁ’ সিনেমা মুক্তির পর ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠেছেন তিনি। নো-মেকআপ লুকে তিনি যে আরও সুন্দরী তা পর্দায় দেখা গেছে। তবে এতদিন তার চোখধাঁধানো সৌন্দর্যের রহস্য প্রকাশ না পেলেও এবার সামনে চলে আসছে।

ত্বকের যত্ন
মননশীলতা: সব সময় সৌন্দর্য বাইরে প্রকাশ পাবে তা নয়। সুস্থ ও ভালো ত্বক ও চুলের জন্য জন্য অভিনেত্রী দীপিকা যোগব্যায়াম, ধ্যান করেন। যা ভেতর থেকে প্রাকৃতিক আভা এনে দেয়। যা কোনো পণ্য এনে দিতে পারে না। এছাড়া সৌন্দর্য ধরে রাখার জন্য প্রচুর পানি পান করেন তিনি।

নো-মেকআপে ঘুম: শুটিং শেষে রাত যতোই হোক মেকআপ তুলে ফেলেন দীপিকা। তিনি মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা তুলে ফেলতে পছন্দ করেন।

রাতে ত্বকের যত্ন: রাতে স্কিনকেয়ার রুটিন মেনে চলেন এই অভিনেত্রী। এ জন্য তিনি ভালো সিরাম, নাইটক্রিম, চোখের ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন। ফলে ত্বক থাকে পুষ্টিকর।

স্কিন রোলার: ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়া ও ব্যবহৃত পণ্য ত্বকের ভেতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। এ কারণে তিনি ত্বকের রোলার বা ফেস টুল ব্যবহার করে থাকেন।

চুলের যত্ন
নারকেল তেল: দীপিকা স্বাস্থ্যকর চুলের জন্য ভালোমানের নারকেল তেল ব্যবহার করতে ভালোবাসেন। এতে রাসায়নিক ও দূষণের জন্য চুলের ক্ষতি দূর হতে পারে।

তাপ রক্ষাকারী স্প্রে: অভিনেত্রী চুলের স্টাইল শুরু করার আগে ভালো তাপ রক্ষাকারী ব্যবহার করেন। যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহযোগিতা করে।

খোঁপা: টপ-নাট বানে সারাদিন অগোছালো চুল বেঁধে রাখুন। গো-টু হেয়ারস্টাইলের জন্য এই স্টাইল অনুসরণ করেন অভিনেত্রী।
সঠিক খাওয়া এবং ওয়ার্ক আউট: নিয়মমত সঠিক খাবার খাওয়ার ফলে চুল, ত্বক, শরীরে বিস্ময়কর কাজ করবে। বলিউডের এই তারকা পুষ্টিকর খাবার খেতে এবং বাইরে থেকে ঘাম ঝরাতে বেশ বিশ্বাসী।

সূত্র: টিভি নাইন

 

কলমকথা/সাথী