• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ সভা

 

 

মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
জাতির পিতার সম্মান,রাখবো আমরা অম্লান,এই শ্লোগান কে সামনে রেখে,কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে নড়াইলে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ডিসেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় নড়াইল পুরাতন বাস টার্মিনাল নামক স্থানে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে এ প্রতিবাদ সভা পালিত হয়েছে।

S news
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ সভা

এ প্রতিবাদ সভায় নড়াইল জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন,জেলা ও দায়রা জর্জ মুন্সি মশিয়ার রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ,নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃমাহাবুবুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নড়াইলের উপ-পরিচালক,দীপক কুমার রায়,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবুসহ সাংবাদিকগণ প্রমূখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙা ও অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কর্মকর্তাগণ।
আরো বলেন,বাংলাদেশে জাতির পিতার এ অবমাননা কল্পনাও করা যায় না,আমরা কোন অবস্থাতেই সরকারি কর্মকর্তা বৃন্দ সহ্য করবো না,যে কোন অবস্থা থেকেই জাতির পিতার সম্মান আমরা অক্ষুন্ন রাখবো। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসি বাংলাদেশ যেখানে মৌলবাদী বা অন্য কোনো অপশক্তি যদি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাই, তাহলে সকলেই আমরা রুখে দাড়াবো বলেও হুসিয়ারী দেন এসব সরকারী কর্মকর্তাগণ।