ঠাকুরগাঁওয়ে ছাত্র মহাজোটের কর্মী সম্মেলন ও গীতা স্কুল উদ্বোধন
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর কর্মী সম্মেলন ও গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কেন্দ্রীয় হরিবাসর মন্দিরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মতিলাল রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সুকুমার রায়, হিন্দু মহাজোট’এর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়, জেলার সমন্বয়কারী সাধন কুমার বসাক, বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক সুজন ঘোষ, জেলা যুব মহাজোট এর সভাপতি জয় মহন্ত অলক, জেলা স্বেচ্ছাসেবক মহাজোটের প্রধান সমন্বয়কারী কমলা কান্ত রায়, ছাত্র মহাজোট এর সভাপতি প্রণয় কুমার বাপ্পি সহ সাংগঠনটির অন্যান্য ।
এদিকে ভার্চ্যুয়ালি যোগ দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অভয় কুমার রায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর পক্ষ থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আগামী দিন গুলোর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৭ নং হাজিপুর এবং ৯ নং সেনগাঁও এই দুইটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এরপর ধর্মীয় জ্ঞান চর্চায় এবং হিন্দু ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে একটি গীতা স্কুলের উদ্বোধন করা হয় অনুষ্ঠান শেষে দেড় শতাধিক হিন্দু ছাত্র-ছাত্রীদের মাঝে গীতা বই বিতরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।