মোঃ মানিক ইসলাম,রুহিয়া থানা প্রতিনিধি:
আজ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পুজা পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢোলার হাঁট বাজারে বিভিন্ন দোকানে দোকানে এবং কিছু দোকান একত্রিত হয়ে বিশ্বকর্মা পুজা উদযাপন করতে দেখা যায়। আজ ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রুহিয়া থানার অন্তর্গত প্রতিটি বাজারে স্বর্ণের দোকান, কাঠমিস্ত্রি দোকানে সনাতন ধর্মাবলম্বীর অনুসারীরা বিশ্বকর্মার আরাধনা/পুজা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে বিশ্বকর্মাকে মূলত দেবতাদের ইঞ্জিনিয়ার বলা হয়। ঋক বেদে উল্লেখ্য দেবতাদের মধ্যে একজন হলেন বিশ্বকর্মা। লক্ষ্য করা যায়, প্রায় প্রতি বছরই বিশ্বকর্মা পুজা বছরের একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। কারণ, মনে করা হয়, কন্যা সংক্রান্তির দিনেই এসেছিলেন বিশ্বকর্মা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।