ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লক ডাউনে বন্ধ কাপড় ব্যবসায়ীদের দোকান
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার/
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ করোনার ২য় ঢেউ ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞাতে লক ডাউনের প্রভাবে টানা ৪ দিন পীরগঞ্জ পৌর শহরের কাপড়ের মার্কেট বন্ধ রয়েছে।
এ বিষয়ে এক কাপড়ের দোকান শ্রমিক কর্মচারীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান করোনার ২য় ঢেউ মোকাবিলা করতে সামাজিক যোগাযোগ দুরত্ব বজায় রাখতে সরকারি আদেশ ৭ দিনের লক ডাউন থাকায় আমরা কঠিন বিপাকে পড়েছি।সারাদিন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সন্ধ্যা বেলায় মালিকের বেতন নিয়ে সংসার নির্বাহের জন্য চাল ডাল সবজি ইত্যাদি খরচ করে থাকি।কিন্তু লক ডাউন থাকায় দোকান বন্ধ তাই বেতন পাইনা সংসার চালাবো কি করে?
উক্ত বিষয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান প্রান ঘাতি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পেতে সরকারের নির্দেশ আমাদের সকলের মেনে চলা কর্তব্য।মাত্র ৭ দিন কষ্ট হলে ও আমাদের মেনে চলতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।