ঠাকুরগাঁওয়ে এতিমখানায় প্রয়োজন পানির ট্যাংক ও পাম্প বৃত্তবানদের এগিয়ে আসার আহবান

 

 

ঠাকুরগাঁওয়ের একটি এতিমখানায় এখন শুধু প্রয়োজন পানির ট্যাংক ও পানির পাম্প। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলেই এতিম শিশুসহ সংশ্লিস্টদের নামাজের জন্য অনেকটাই সহজ হবে বলে মনে করেন তারা। আজ বুধবার দুপুরে এসএসসি ৯৯ ব্যাচের পক্ষ থেকে লেমনের আর্থিক সহায়তায় তিনটি ফ্যান মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার সময় এ দাবি করেন।

এসময় এসএসসি ৯৯ ব্যাচের পক্ষে লিয়ন, নয়ন, রাজু ও সময় টেলিভিশনের প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, মাদ্রাসার প্রতিষ্ঠিত আব্দুল লতিফ, শিক্ষক হাফেজ মোঃ খয়রুল ইসলাম, হাফেজ মোঃ রফিকুল ইসলাম, সদস্য আবুল কাসেম উপস্থিত ছিলেন।

ফ্যানগুলো পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় তারা জানায় এতিমখানাটিতে এখন শুধু প্রয়োজন পানির ট্যাংক ও পানির পাম্প। তা না থাকার কারনে নামাজের আগে অজু করতে সবাই কস্ট হয়। যদি সমাজের বৃত্তবানরা একটি পানির ট্যাংক ও একটি পানির পাম্প কিনে দান করেন তাহলে কৃতজ্ঞ থাকবে সবাই। তাই সমাজের মানুষগুলোর প্রতি এ সহায়তার দাবি করেন।

জেলা সদরের রায়পুর ইউনিয়নের মহাপুর গ্রামে ২০০৬ সালে স্থাপিত হয় মহাপুর মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি। আর এ মাদ্রাসাটিতে ১২০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এদের মধ্যে রয়েছে ৪০জন এতিম শিশু তারা নিয়মিত এতিমখানায় থেকে খেয়ে লেখাপড়া করছে।