সারাদেশ ব্যাপী চলমান লকডাউন ও কঠোর বিধিনিষেধ নিরুপায় হয়ে পরেছে সমাজের অসহায় ও দুস্থ মানুষেরা।
যারা দিনে আনে দিনে খায় তাদের সময় কাটছে পরিবারের একবেলা খাবারের চিন্তায়।
সেই সকল পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে আজ ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে প্রায় দুইশত পঞ্চাশ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে রঙিন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হানিফ বিন রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ স্থানীয় সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে আন্জুৃমান আরা বন্যা বলেন,
করোনা কালীন এই দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো একটি মহৎ কাজ। যারা এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ মানব সেবার মত কাজগুলো অনবরত থাকুক এই আশা ব্যক্ত করেছেন।
হৃদয়ে রঙিন ফাউন্ডেশনের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ও সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহবান করেছেন।
ফাউন্ডেশনের সভাপতি হানিফ বিন রফিক জানান,
আমরা করোনাকালীন দুঃসময়ে ও লকডাউন চলা অবস্থায় মানুষ হয়ে মানুষের পাশে দাড়াতে পেরেছি এটাই আমাদের বড় পাওয়া।
আমাদের সকল সদস্যদের পরিশ্রমের ফসল হিসেবে আমরা প্রোগ্রাম টি বাস্তবায়ন করতে পেরেছি৷
আমাদের কাজগুলো যাতে করে আমরা আগামীতে আরও বেগবান করতে পারি মানুষ হিসেবে মানুষের পাশে দাড়াতে পারি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।