ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ২০টি বসতভিটা পুরে ছাই হয়ে গেছে। ঘরবাড়ি পুরে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারগুলো। গতকাল বুধবার রাত দশটার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই সব পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।
ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানান, হঠাৎ আগুন লাগায় বসতভিটার ভেতর থেকে ধান, চাল, গম, আসবাপত্র গবাদিপশু কোন কিছুই রক্ষা করতে পারেনি। স্বল্প সময়ের মধ্যে অগ্নিকান্ডে সব পুরে ছাই হয়ে যায়। বিশটি পরিবারের ৫৫টি ঘড় পুরে যাওয়ায় কনকনে শীতে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের দাবি দ্রুত সরকারের সহযোগীতা।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, সরকারি কাজে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি দুঃখজনক আমরা অবগত হয়েছি। ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।