নুরুজ্জামান সরকার, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা উপজেলা হঠাৎ ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে লন্ডভন্ড ৪ ইউনিয়ন ক্ষতির পরিমাণ ব্যাপক।

(১০ মার্চ) পশ্চিম দিক থেকে আসা আকর্ষিক ঘুর্ণিঝড়টি ভয়ানক রূপ ধারণ করার ফলে গাছ পালা, বাড়ী ঘর ভেঙে চুরমার সহ বৈদ্যুতিক তার ছিরে যায়, যার ফলে অন্ধকারে চাদরে ঢেকে যায় ডিমলা সদর ইউনিয়ন, ৬ নং নাউতারা, ৭ নং খালিশা চাপানী ও ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন। বড় মাপে পাথর পরার কারণে হাজার হাজার পরিবারের মানুষের ঘরের টিন ছিদ্র হয়ে যায়। বর্তমানে তারা মহা সংকটে। ক্ষতি গ্রস্থপরিবারদের প্রতি সদায় হওয়ার আকুতি জানিয়েছেন পরিবারের লোকজন।

ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এলাকাগুলো ঘুরে দেখেন নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, তিনি প্রতিবেদক কে বলেন আমার ইউনিয়নে প্রায় ১৬ শত পরিবার ও খালিশা চাপানী ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবারের অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে।

এ ব্যাপারে আরও কথা হয় গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামসুল হকের সঙ্গে তিনি বলেন আমার ইউনিয়নে প্রায় ১৫শত পরিবারের ঘরবাড়ি ক্ষতি গ্রস্থ হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।