নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন,জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,দিনাজপুর।এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ দিনাজপুর।

 

(১০ আগস্ট) মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল অফিসের কর্মকর্তার সাথে সংশ্লিষ্ট দাপ্তরিক আলোচনা শেষে তিনি বিরামপুর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ১নং প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কাওসার আলী, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন,বর্তমান প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী উপজেলার সকল দপ্তরের কাজের মান ও সেবার মান ও উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সস্তোষ প্রকাশ করেন ও বিরামপুরের উন্নয়ন এবং সমস্যার সমাধানের সকল ধরনের সহযোগিতার ও আশ্বাস দেন তিনি।