দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি’র সদস্যা-সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২ মে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর এর আয়োজনে অসহায়-দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যা-সদস্যদের মাঝে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব প্রাপ্ত) মোঃ ইবনুল হক পি.এ.এম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি’র উপজেলা কর্মকর্তা মোঃ আবু সাঈদ, প্রশিক্ষক মর্জিনা বেগম, পশিক্ষক পলাশ মিয়া প্রমূখ। উক্ত ঈদ উপহার জেলার ১৩ টি উপজেলায় একই দিনে সর্বমোট ৬৫০ জস দুঃস্থ আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাদের মাঝে বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।