দিনে দিনে হার্ট অ্যার্টকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছ। এই নীরব ঘাতক হার্ট অ্যার্টকে আক্রান্ত হচ্ছে কম বয়সীরাও। হার্ট অ্যার্টকে নারী- পুরুষ উভয়ই আক্রান্ত হয়ে থাকে। তবে নারী-পুরুষদের লক্ষণ গুলো আলাদা হয়। কারণ শারীরিক ভাবে, হরমোনগত ভাবে, পেশির গঠন এবং অন্যান্য জৈবিক কারণে নারী ও পুরুষদের স্বাস্থ্যের মধ্যে বেশ কিছু প্রভেদ রয়েছে।
নারী-পুরুষ উভয়েরই হৃদরোগের জটিলতা হতে পারে এবং তাদের রোগ-উপসর্গ কিন্তু আলাদা হতে পারে। লিঙ্গভেদে তা আলাদা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় হার্টের সমস্যা সঠিক ভাবে শনাক্ত করতে না পারার কারণে পুরুষ ও নারীদের মধ্যে কিন্তু আলাদা প্রভাব পড়ে।
এছাড়াও বিভিন্ন হরমোনজনিত অসুখে ভোগেন বেশিরভাগ নারীরা। পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস এবং ডিম্বাশয়ের সমস্যার জন্য নারীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। এদিকে, নারীদের মধ্যে উচ্চরক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা অনেকটাই বেশি।
নারীরা ইদানিং প্রচুর ধূমপান করে, মেয়েদের মধ্যে স্থূলতার সমস্যাও বেশি। সব মিলিয়ে নারীদের হৃদরোগের ঝুঁকি বেড়ে তৈরি হচ্ছে নানা ধরণের জটিলতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।