শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ পুরাপাড়া ইউনিয়নের দেশীয় অস্ত্র সহ ১জনকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়নে মেহেরদিয়া গ্রাম থেকে এ সব দেশীয় অস্ত্র উদ্ধার করে। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমানের নির্দেশেক্রমে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন অভিযানে গ্রহণ করেন। এসময় মেহেরদিয়া গ্রামের ঈসরাইল খানের ছেলে ছবুর খান (২৫) এর কাজ থেকে ৫ টি ঢাল ১০ টি কাতরা সহ তাকে গ্রেফতার করে। অভিযানে আরো অংশ গ্রহণ করেন, নগরকান্দা থানার এসআই পিযুজ কান্তি,এসআই ইলিয়াস, এসআই সিরাজ প্রমুখ।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন দেশীয় অস্ত্র সহ ছবুর খান নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। আসামি ছবুর খানকে অস্ত্র মামলায় কোর্টে পাঠানো হয়েছে।