রিপন মন্ডল দুর্জয় নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে ১৮ই ফেব্রুয়ারি( রোজ শুক্রবার) মজলিশপুর রাধাকৃষ্ণ সেবাশ্রমে ৪ দিনব্যাপী ভাগবতীয় অমৃত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বর্ণ নির্বিশেষে সবান্ধবে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হয়েছেন শত ভক্ত বৃন্দ। এ সময় পাঠক শ্রী প্রাণ গোপাল চক্রবর্তী ( হরি ঠাকুর) মনমুগ্ধকর পরিবেশ , শ্রীমদ্ভগবদ গীতা ভাগবতীয় কথা অমৃত ,কীর্তন গান ব্যাপক আগ্রহের সাথে সকলে উপভোগ করেছেন।