জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষক দলের একটি প্রতিনিধি টিম আজ শেরপুরের নালিতাবাড়ীতে আসেন। সেখানে মানিকচাঁদ গ্রামের প্রান্তিক কৃষক মো শফিউদ্দীন কয়েকদিন আগে শাসক গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়ে নিজ ফসলের মাঠে আত্মহত্যা করে।
প্রতিনিধিদল মানিকচাদ গ্রামে অকুস্থল পরিদর্শন, তার কবর জিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ এবং কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে শেরপুর শহরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন- এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদশের সামগ্রিক চিত্র।
বাংলদেশের কৃষকরা দীর্ঘদিন লাঞ্ছনা,বঞ্চনা ও নিপীড়নের শিকার। দেশে গণতন্ত্রহীনতার কারনে কৃষকদের যৌক্তিক দাবি ও অধিকার দেখবার মত কেউ নাই। তাদের কৃষি উৎপাদন সামগ্রীর মূল্য আজ লাগামহীন অথচ উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। তাই সামগ্রিক দুর্দশার কারনে কৃষকরা আজ দিশেহারা, হতাশ।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে এবং কৃষকের উপর সকল প্রকার অত্যাচার নির্যাতনের বিচার করা হবে।
নেতৃবৃন্দ কৃষক সফিউদ্দিনের আত্মহত্যার প্ররোচনায় জড়িত স্থানীয় প্রভাবশালীদের দৃষ্টানমূলক শাস্তি দাবি করেন।
এ সময় জেলা বিএনপি সভাপতি ডাঃ মাহমুদুল হক রুবেল, সাধারন সম্পাদক হজরত আলী, কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল বাসার আকন্দ, আ ন ম ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন এমপি, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সহ সাধারন সম্পাদক ফ্লাইট লে: (অব) হারুনুর রশিদ, রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, সালাউদ্দিন মিল্কি, প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, তথ্য সম্পাদক কে এম নাজমুল হক, আব্দুল্লাহ আল নাঈম, সুলায়মান হোসেন, মাহবুব আলম, এড: মাহফুজ হাসান সহ কৃষকদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।