নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের মান্নান মিনার ছেলে মাহমুদুল হাসান তাপসের বিরুদ্ধে এক গরীব অসহায় হিন্দু সংখ্যা লঘু ঘর মিস্ত্রিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহত ঘর মিস্ত্রি নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে যানা যায়, সদর উপজেলার রামনগরচর গ্রামের রবীন বৈরাগীর ছেলে অমর বৈরাগী বৃহস্পতিবার বিকালে আগদিয়া বাজারে আসলে পূর্ব শত্রুতার জের ধরে আগদিয়া গ্রামের মাহামুদুল হাসান তাপস ও তার ভাই শিল্পী দুই জন কোন কিছু বুঝে না উঠার আগে তাকে বেধড়ক বিটিয়ে আহত করে।
পরে তাকে আগদিয়া বাজারে না আসার জন্য হুমকি ধামকি দেয়। প্রান ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান ঘর মিস্ত্রি অমর বৈরাগী। খবর পেয়ে এলাকাবাসী তাকে বাড়িতে এনে মামলা করার পরামর্শ দেন। এ বিষয়ে আজ সদর থানায় একটি লিখিত অভিয করেন অমর বৈরাগী।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী আগদিয়া বাজারে হালিম জানানা, অমর বাজারে আসার সাথে মটর সাইকেল যোগে তাপস ও শিল্পী এসে তাকে মারধর করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাহামুদুল হাসান তাপস বলেন, সরকারি জায়গা ঘর তৈরী কাজ করে অমর। তাই তাকে মারা হয়েছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।