প্রধান মন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ করেন
ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। সালনন্দর ইউনিয়ন এলাকার এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
রবিবার সকাল ১১ টার সময় সালন্দরন ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ১৮৯০ জনকে ৪৫০ টাকা করে মোট ৮৫০৫০০ টাকা বিতরণ করা হয় লাইন দিয়ে সকলকে এ অর্থ বিতরণ করে।
কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন ১২ নং সালন্দর ইউনিয়ন এর চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক দায়মুল ইসলাম (জনি) টেক অফিসার মোঃ নজরুল ইসলাম, সকল ইউপি সদস্য সহ অন্যান্যরা।
এ সময় এই অসহায় মানুষেরা জানান করোনার সময় আমাদের কোন কাজ নেই তাছাড়া বয়সও হয়েছে অনেক। এই টাকা দিয়ে চিনি সেমাই কিনে খাওয়াব। টাকা পেয়ে হাসি মুখে বলেন ঈদ এসেছে কোন কাজ নেই। খুব কস্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হলো।
প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাই করে যারা খুবই অসহায় তাদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।