সুজিত দত্ত, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের ২ আরোহী ও মাইক্রোবাসের ৩ যাত্রীসহ মোট ৫ যাত্রী আহত হয়েছেন।

 

আহতদের পুলিশ উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেস সড়কের মালিগ্রাম নাম স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি মাইক্রোবাস মাওয়া ঘাট থেকে ৩ যাত্রী নিয়ে মুকসুদপুর যাচ্ছিলেন।

 

পথে মালিগ্রাম ফ্লাইওভারের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ভাঙ্গার দিকে যাওয়ার সময় সাইড লাইন থেকে মূল সড়কে উঠলে মাইক্রোবাসটি গতি কমিয়ে দেয়। তখন পেছন দিক থেকে একটি ড্রাম ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা মারে।

 

এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলটি আরোহীসহ মাইক্রোবাসের নিচে চাপা পড়ে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেল সরিয়ে থানায় নিয়ে যায়। তবে যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।